ঢাকা: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকৃতপক্ষে বেশি স্মার্ট নয়, এনপিআর মরনিংকে দেয়া এক সাক্ষতকারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একথা বলেন। সম্প্রতি দেয়া ওই সাক্ষতকারের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিমিয়া দখলের সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্টের ‘কৌশলগত ভুল’ ছিলো এবং ওই অভিযানের পুতিনের দূরদর্শিতার অভাব ফুটে উঠেছে।
ওবামা আরও বলেন, ক্রিমিয়া আক্রমণের আগে পর্যন্ত আমি চিন্তা করতাম আমার রুশ বন্ধু অনেক বুদ্ধিমান এবং স্মার্ট। কিন্তু এখন দেখছি আমার ধারণা ভুল ছিলো।
ইরানে সম্প্রতি মার্কিন দূতাবাস প্রতিষ্ঠার সম্ভবনাও নাকচ করে দিয়ে ওবামা বলেন, ‘আমি কখনোই ইরানে মার্কিন দূতাবাস প্রতিষ্ঠা করা হবে, এমন কথা বলিনি। তবে এ ব্যাপারে চিন্তা করা যেতে পারে।’
পুতিন বেশি স্মার্ট নয়: ওবামা
এছাড়া বিশ্ববাজারে তেলের মূল্যের অস্থিতিশীলতার কারণে রাশিয়ার অর্থনীতিতেও অস্থিতিশীলতা দেখা যাচ্ছে।
মার্কিন এবং রুশ অর্থনীতির তুলনা টেনে ওবামা বলেন, ‘রাশিয়া শুধুমাত্র তেলসম্পদে সমৃদ্ধ। অন্যদিকে মার্কিন অর্থনীতি বহুমুখী। আমরা তেলসম্পদ ছাড়াও তথ্যপ্রযুক্তি এমনকি চলচ্চিত্র শিল্পেও উন্নত।’
উল্লেখ্য, বিশ্ববাজারে রুবলের দরপতনের ফলে চাপের মধ্যে রয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। চলতি বছরের মার্চে ইউক্রেনের অংশ ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এরপর থেকে চিরবৈরী রুশ এবং মার্কিন সম্পর্কে আরেক দফা বিপর্যয় ঘটে। এরপরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। বর্তমানে বিশ্ববাজারে রাশিয়ান মুদ্রা রুবলের মূল্য ডলারের বিপরীতে প্রায় অর্ধেকেরও কম।
খবর বিভাগঃ
দেশের বাইরে
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়