Saturday, December 13

স্বাধীনতাকে দুর্বল করার চক্রান্ত করছে সরকার: খালেদা


ঢাকা: শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ত্বকে ক্ষমতাসীনরা দিনে দিনে দুর্বল করার চক্রান্তে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বেগম খালেদা জিয়া বলেন, ১৪ ডিসেম্বর একটি বেদনাময় দিন। বাংলাদেশকে মেধা মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে চুড়ান্ত বিজয়ের এদিনে হানাদার বাহিনীর দোসররা দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক বিজ্ঞানীসহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করোছিলো। তারা মনে করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলেই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়বে। কিন্তু তাদের সে লক্ষ্য ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘অমর বুদ্ধিজীবীগণ দেশের বরেণ্য শ্রেষ্ঠ সন্তান, যাঁরা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। তাঁরা ন্যায় বিচারভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক সমাজের প্রত্যাশা করেছিলেন। দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা আন্তর্জাতিক অপশক্তি তাদের সে প্রত্যাশাকে বাস্তবায়িত হতে দেয়নি।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়