Saturday, December 13

বিশ্বের সবচেয়ে বাজে দর্শনীয় স্থানগুলো


কানাইঘাট নিউজ ডেস্ক: পর্যটকদের জন্য বিশ্বের সব আকর্ষণীয় স্থানগুলোর কথাই সব সময় তুলে ধরা হয়। কিন্তু এবার সোশাল মিডিয়া 'রেডিট'-এ তুলে ধরা হয়েছে এমন ১৬টি স্থানের কথা, যেগুলো নাকি পর্যটনের জন্য সবচেয়ে বাজে স্থান। জেনে নিন এগুলোর কথা। ১. কাসাব্লাঙ্কা : মরক্কোর এই শহরটি বিশ্বের বাজে স্থানগুলোর মধ্যে সেরা। দামি মসজিদ ছাড়া স্থানটি একটা খটখটে বাণিজ্য নগরী ছাড়া আর কিছু নয়। ২. মালি : মালদ্বীপ রাজধানী এটি। এই শহরটি ছাড়া মালদ্বীপের বাকি অংশটুকু খুবই সুন্দর। বিশ্বের সবচেয়ে বাজে দর্শনীয় স্থানগুলো ৩. জ্যামাইকা : সৈকতে অলস সময় কাটানোর জন্য জ্যামাইকা ভালো। কিন্তু যদি এদিক-ওদিক ঘুরে দেখতে চান, তাহলে এর চেয়ে বাজে স্থান কমই আছে। ৪. কায়রো : মিসরের পিরামিড দেখার সৌভাগ্য কে না অর্জন করতে চান? কিন্তু কায়রোর কফিশপে বসে দূর থেকে পিরামিড দেখুন, শান্তি পাবেন। কিন্তু কাছে গিয়ে দেখার জন্য আপনার হকারদের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে। ৫. পিসা : ইতালির এই শহরের লিনিং টাইয়ার দেখার স্বপ্ন বহু পর্যটকের থাকে। কিন্তু এটুকু ছাড়া বাকিটুকু অস্থির করে তুলবে আপনাকে। ৬. মাউন্ট রাশমোর : আমেরিকার দক্ষিণ ডাকোটার এই পাহাড় দেখতে বহু মানুষ যান। পাহাড়ের গায়ে তৈরি করা পাথরের মুখগুলো দূর থেকে দেখতে অনেক ছোট মনে হবে, যদিও তা আসলে অনেক বড়। ৭. স্টোনহেঞ্জ : ব্রিটেনের উইল্টশায়ারের এই প্রাচীন নিদর্শনটি কাছ থেকে না দেখলে প্রাণ ভরবে না। কিন্তু লন্ডন থেকে এক ঘণ্টার পথ পাড়ি দিয়ে গিয়েও তা কাছ থেকে দেখতে পারবেন না। বিশ্বের সবচেয়ে বাজে দর্শনীয় স্থানগুলো ৮. ডেইটোনা বিচ : আমেরিকার ফ্লোরিডার ডেইটোনা সৈকত বাজে স্থানগুলোর মধ্যে আরেকটি। সেখানে অলস বসে থেকে জোস ক্র্যাব শ্যাক-এ খাওয়া ছাড়া আর কিছুই করার নেই। ৯. পম্পেই : ইতালির এই বিলুপ্ত প্রাচীন নগরী দেখতে সবাই চান। কিন্তু এর চেয়ে আরো ভালো স্থান আশপাশেই খুঁজে পাবেন। ১০. জিব্রাল্টার : এটা স্রেফ বিশাল একটা পাথর। অল্প সময়ের মধ্যেই সব দেখা শেষ হয়ে যাবে। ১১. সেন্তোসা বিচেস : সিঙ্গাপুরের এই সৈকত অনেকটা কৃত্রিম যা ভিভো শপিং মলের সঙ্গে যুক্ত। এটি বিশ্বের অন্যতম বৃহৎ মলের একটি। বিশ্বের সবচেয়ে বাজে দর্শনীয় স্থানগুলো ১২. নেপলস : ইতালির এই শহরটি বহু গলির একটি এলাকামাত্র। বহু যুগ ধরে এখানকার যাবতীয় ময়লা-আবর্জনা ও পয়োনিষ্কাশন নিয়ন্ত্রণহীন করে রেখেছে মাফিয়া। এই এলাকাটিতে পরিবেশ বিপর্যয়ের কথা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ১৩. অ্যান্ডোরা : এখানে ঘুরে লাভ নেই। এর চেয়ে ইউরোপের অন্যান্য শপিং মল ঘুরে দেখা অনেক ভালো। বিশ্বের সবচেয়ে বাজে দর্শনীয় স্থানগুলো ১৪. মারাকেশ : মরক্কোর এই অঞ্চল ঘুরে দেখলে শুধু অস্বস্তিই বোধ করতে হবে। কেনাকাটা করতে গিয়ে কিছু না কিনলে বিক্রেতার বাজে আচরণের শিকার হতে হবে। ১৫. এথেন্স : বিশাল এক সভ্যতার জন্মস্থান হিসেবে দেখতে চান অনেকেই। কিন্তু শুধু নির্মাণাধীন ভবন ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। ১৬. লাস ভেগাস : কে না যেতে চান লাস ভেগাসে? কিন্তু সেখানে রাস্তা মানুষে ভরপুর। প্রতি ২০ ফুট অন্তর অন্তর ভিক্ষুক বসে বসে ভিক্ষা করেন। এগুলো নিশ্চয়ই দেখার বিষয় নয়

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়