Saturday, December 13

ভারতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে চায় বাংলাদেশ


কানাইঘাট নিউজ ডেস্ক: যৌথ উদ্যোগে ভারতের মাটিতে তাপ বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইকোনোমিক টাইমস। এতে বলা হয়, বাংলাদেশের প্রস্তাবিত পরিকল্পনায় একটি কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের কথা বলা হয়েছে। যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হলে সেই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে বলে জানিয়েছে ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানী ‍ও বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী পিটিআইকে বলেছেন, ‘আমরা একটা প্রস্তাব দিয়েছি। ভারত সরকারের পক্ষ থেকে দেশটিতে যদি আমাদের একটা কয়লা-ব্লক দেওয়া হয়, তাহলে যৌথ উদ্যোগে আমরা একটা বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলতে পারি। ঠিক যেভাবে আমরা রামপালেও এই কাজ করছি।’ ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রামপাল প্রকল্পটি ভারতের এনটিপিসিবিএসই এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) এক যৌথ উদ্যোগ। খবরে বলা হয়, চলতি সপ্তাহে ভারতে দেশটির বিদ্যুৎ ও কয়লামন্ত্রী পিযুষ গয়ালের সঙ্গে বৈঠকে এই প্রস্তাবনা নিয়ে আলোচনা করেন তৌফিক-ই ইলাহী চৌধুরী। তৌফিক-ই ইলাহী জানিয়েছেন, এই প্রস্তাবনার ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছে ভারত। খবরে বলা হয়, বর্তমানে বাংলাদেশে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ প্রায় ১৩ হাজার মেগাওয়াট। চাহিদা মেটাতে এই পরিমাণটা আরও বাড়ানোর পথ খুঁজছে বাংলাদেশ। রামপাল প্রকল্প নিয়ে প্রশ্ন করা হলে তৌফিক-ই ইলাহী আশা প্রকাশ করেন, প্রথম দফায় ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি চার বছরের মাথায় সম্পন্ন হবে। প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। খবরে আরও বলা হয়, বাংলাদেশকে বর্তমানে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে ভারত। এই পরিমাণকে এক হাজার মেগাওয়াটে উন্নীত করারও পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়