Saturday, December 13

জমে উঠছে অ্যাডিলেড টেস্ট


ভারত-অস্ট্রেলিয়ার চলমান টেস্টের শেষ দিনে ইতিমধ্যে লাঞ্চ পেরিয়ে গেছে। বিজয়-কোহলির অর্ধশতকে সফরকারীরা ভালোই টেক্কা দিচ্ছে স্মিথদের। এই প্রতিবেদন লেখার সময় দুই উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২০৫। জিততে হলে তাদের আরো করতে হবে ১৫৯। খেলা হবে আরো ৩৭ ওভার। আগের দিনের ২৯০/৫ স্কোরে ক্লার্ক দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩৬৪। ম্যাচ জিততে হলে কোহলিকে নিজ রূপে আর্বিভূত হতে হবে। ইতিমধ্যে যিনি ভারতীয় অধিনায়ক হিসেবে অভিষেকে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন। শেষ দিনে পিচের অবস্থা অতটা নাজুক আকারও ধারন করেনি। ম্যাচের গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে ফল আসলেও আসতে পারে। ম্যাচের চিত্র কেমন হতে পারে-এমন প্রশ্নের জবাবে স্টার স্পোর্টসের স্টুডিওতে বসে সৌরভ তাৎক্ষণিকভাবে মন্তব্য করেছেন, ‘ভারত দিন শেষে কেমন করবে সেটা এখন নির্ভর করছে বিরাট কত সময় ব্যাট করতে পারবে তার উপর। সে চলে যাওয়ার পর আশা করি রোহিত, রাহানেরা ম্যাচ বের করার ক্ষমতা রাখবে। কারণ ভারত এখন এমন একটা যায়গায় আছে, যেখানে থেকে ফল নিজেদের অনুকূলে নেওয়া সম্ভব।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়