Wednesday, December 24

জেএমবির দুই গায়েবে এহসার সদস্য গ্রেপ্তার


ঢাকা : রাজধানীর ধানমণ্ডি থানার সাতমসজিদ এলাকা থেকে জেএমবি’র দুই গায়েবে এহসার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইদুর রহমান (৪৮) ও মো. আবুল সালেক (২৫)। এ সময়ে তাদের হেফাজত থেকে বোমা তৈরির একটি ম্যানুয়ালও উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে তাদের গ্রেপ্তার করা হলেও ডিএমপি’র জনসংযোগ বিভাগ বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। ডিএমপি সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমণ্ডি থানার সাত মসজিদ রোডে অভিযান পরিচলনা করে মো. সাইদুর রহমান ও মো. আবুল সালেককে গ্রেপ্তার করা হয়। ভারতের বর্ধমানের খাগড়াঘরে বিস্ফোরণের ঘটনার পর আন্তঃদেশীয় জঙ্গির খোঁজে বাংলাদেশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা’র পারস্পরিক তথ্য আদান-প্রদানের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইদুর জানায়, সে জেএমবি’র গায়েবে এহসার সদস্য। ২০০১ সাল থেকে সংগঠনের কাজকর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্ধমান ঘটনার সাথে জড়িতদের ভারতে যেতে সহায়তাসহ বিভিন্ন সময় দুই দেশের জঙ্গি নেটওয়ার্ক এর লিয়াঁজো হিসেবে কাজ করত। আরেক সদস্য সালেক জঙ্গী সদস্যদের স্ত্রী সন্তানদের পারাপারে সহায়তা করত। সাইদুর বর্ধমান ঘটনায় জড়িত পলাতক জঙ্গি তরিকুল ইসলাম সুমন এর ছোট ভাই। এ ঘটনায় ধানমণ্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে বম্ব ডিসপোজাল ইউনিট ওই অভিযানটি পরিচালনা করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়