Sunday, December 28

অনলাইন যৌন ব্যবসায়ী চক্রের মুখোশ উন্মোচন


কানাইঘাট নিউজ ডেস্ক: বেআইনি সেক্স র‍্যাকেট ও দেহব্যবসার বিরুদ্ধে অভিযানে নেমে ফের একবার বড়সড় সেক্স র‍্যাকেটের পর্দা ফাঁস করেছে ভারতের বেঙ্গালুরু পুলিশ। অনলাইনে চলতে থাকা সেক্স র‍্যাকেটের পর্দা ফাঁস করে পুলিশ তিন দালালকে গ্রেপ্তার করেছে। এমনকি এক দেহ ব্যবসায়ীকেও উদ্ধার করেছে পুলিশ। ধৃত অভিযুক্তরা হচ্ছে, মোহম্মদ, শিবকুমার ও তবরাজ। পুলিশ যে ২২ বছরের যুবতীকে উদ্ধার করেছে সে মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। যুবতীকে জোর করে দেহব্যবসা করানো হচ্ছিল বলে অভিযোগ এসেছে। গুপ্তচর সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ একটি আবাসনে তল্লাশি চালিয়ে তিন দালালকে গ্রেপ্তার করে। এই চক্রটি বেঙ্গালুরু কলগার্ল নাম দিয়ে সেক্স র‍্যাকেট চালাত এবং অনলাইনে গ্রাহকদের ফাঁসাত। ডেকান ক্রনিক্যালের খবর অনুযায়ী, অভিযুক্তরা মধ্যচক্রের জন্য একটি ওয়েবসাইট বানিয়েছিল ও তাতে নিজেরদের ফোন নম্বরও দিয়েছিল। তারা উন্নত পরিষেবার লোভ দেখিয়ে গ্রাহকদের আকর্ষণ করত। খবর পেয়ে পুলিশ সোনি জংশনের কাছে হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করে ও পরে বিবেক নগরের একটি আবাসন থেকে এক যুবতীকে উদ্ধার করে। তাকে প্রায় ছয় মাস ধরে বন্দী করে রাখা হয়েছিল। বিগত এক সপ্তাহে দেহ ব্যবসার বিরুদ্ধে এটি পুলিশের চতুর্থ অভিযান ছিল। সমস্ত তল্লাশির পর পুলিশ মোট ১০ জন দালালকে গ্রেপ্তার করেছে ও ছয়টি গাড়িও বাজেয়াপ্ত করেছে। এমনকি ১৪জন দেহব্যবসায়ীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিয়েছে পুলিশ। ডিসিপি সেন্ট্রাল সন্দীপ পাটেল জানিয়েছেন, এমজি রোডে চলতে থাকা সেক্স র‍্যাকেট নিয়ে তাদের কাছে বহু অভিযোগ আসে। দেহ ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যেই তারা বিশেষ তদন্তকারী দল গঠন করেন। এই বিশেষ দল ক্রমাগত তল্লাশি তালিয়ে সেক্স র‍্যাকেটের পর্দা ফাঁস করছে। এমনই এক তল্লাশি চলাকালীন পুলিশ এমজি রোড থেকে চারজন দেহব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, গ্রাহকদের মধ্যে বেশিরভাগ ক্যাব চালক। ধৃত নারীদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ আরও অনেকগুলি সেক্স র‍্যাকেটের পর্দা ফাঁস করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়