Friday, December 12

কানাইঘাটে ২টি অবৈধ করাতকল সিলগালা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স বিহীন ২টি করাতকল সিলগালা করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্যাট তারেক মোহাম্মদ জাকারিয়া মোবাইল কোর্ট পরিচালনা করে সুরমা নদীর তীরবতি চড়িপাড়া লোভার মুখে অবস্থিত ঠাকুরেরমাটি গ্রামের সাইক আহমদের লাইসেন্স বিহীন অবৈধ করাতকলটি সিলগালা করেন। উক্ত করাতকলের মালিক সাইক আহমদের বিরুদ্ধে বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে আন্দুর মুখ বাজারে অবস্থিত উজান বারাফৈত গ্রামের ছিদ্দেক আলীর আরো একটি লাইসেন্স বিহীন করাতকল সিলগালা করে দেওয়া হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন বন বিভাগের সারি রেঞ্জের কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা বিট কর্মকর্তা জহিরুল ইসলাম, কানাইঘাট থানার এস আই আব্দুল ওয়াহিদ সহ একদল পুলিশ। বিট কর্মকর্তা জানিয়েছেন লাইসেন্স বিহীন অবৈধ করাত কলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়