ঢাকা: যৌতুক না দেয়ায় স্ত্রীসহ দেড় মাসের সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছেন পাষণ্ড এক স্বামী। ছোট্ট সন্তানকে নিয়ে যাওয়ার জায়গা না থাকায় আশ্রয় নিয়েছেন মগবাজারের আমবাগানে অপরিচিত এক মহিলার বাড়িতে। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে সেখানেই দিনাতিপাত করছেন তিনি।
সম্প্রতি মালিবাগের বাসিন্দা রবিউল হাসান (৩০) নামের ওই ব্যাক্তি তার দেড় বছরের ছেলে অভিউলসহ স্ত্রী সীমা আক্তার আখিকে (১৮) বাসা থেকে বের করে দেয়।
সীমা জানায়, রবিউল প্রথম বিয়ের কথা গোপন রেখে তাকে বিয়ে করেছেন। বিয়ের কয়েক মাস পর প্রথম বিয়ের কথা জানা যায়। বিয়ের পর থেকেই ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিলেন রবিউল।
বাচ্চাডারে বাঁচামু কেমনে?
টাকা দিতে না পারায় চলে শারীরিক নির্যাতন। গর্ভবতী হওয়ার পরও পাষণ্ড স্বামী তার ওপর নির্যাতন থামাননি। বাচ্চা পেটে থাকতে লাথিও মেরেছেন বলে সীমা জানান।
সীমা ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেয় ৫০ হাজার টাকা চায়। না দিলে প্রথম বউয়ের লগে ঘর করবো। টাকা না দেয়ায় বাচ্চাসহ আমারে বাইর কইরা দিসে। এর আগেও একবার বাইর করছিল। গেরামে বাইয়ের বারিতে গেলে মুরুব্বীরা মানাইয়া ঘরে পাডাইছে। এইবার হেয় বাচ্চারেও বাইর কইরা দিলো।
অসহায় সীমা জানান, ঢাকা শহরে আমার কেউ নাই। দেড় মাসের বাচ্চা দেইখা আমারে কেউ কামেও লয় না। বাচ্চাডারে বাঁচামু কেমনে? মগবাজারের অপরিচিত এক খালায় আমারে আশ্রয় দিসে।
বাচ্চাডারে বাঁচামু কেমনে?
তিনি আরও বলেন, মুরুব্বীরা বুঝাইলেও হেয় মানেনা। বলে-টাকা পাইলে ঘর করবো। আর জেল-জরিমানারে ডরায়না, কয়।
সামী জানান, অটোচালক রবিউল বর্তমানে মালিবাগে প্রথম স্ত্রী নিয়ে বসবাস করছেন। তার বাড়ি সিলেটের চারগাঁওয়ে।
বিচারের আশায় গত সপ্তাহে সীমা এসেছিলেন মহিলা অধিদপ্তরে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে অধিদপ্তরে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ নং ৩৩৭।
সীমা এই প্রতিবেদককে বলেন, আমার বাচ্চারে তো বাঁচাইতে অইব। এর যেনো মীমাংসা হয় হেইডা চাই।
এ ব্যাপারে জানতে সীমার স্বামী রবিউলকে ফোন করা হলে পরে কথা বলছি বলে লাইন কেটে দেন। এরপর আর ফোন ধরেননি তিনি।
সীমার ব্যাপারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল থেকে জানানো হয়, সীমার ঢাকায় কেউ নেই। এক অপরিচিত বাড়িতে আশ্রয় নিয়েছে সে। এভাবে থাকা বাচ্চা ও মা দুজনের জন্যই ঝুঁকিপূর্ণ। তাই আমরা সীমাকে সরকারি হোমে রাখার চিন্তা করছি। আর তার স্বামীকে শীঘ্রই নোটিশ পাঠানো হবে।
Wednesday, December 17
এ সম্পর্কিত আরও খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের ম
বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল রাজধানীর অধিকাংশ সুপার শপ ও মুদি দোকানে নেই বোতলজাত সয়াবিন তেল। তিন বা পাঁচ লিটারের সয়াবিন ত
যুক্তরাজ্যে ছেলে শিশুদের নামের ক্ষেত্রে জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ যুক্তরাজ্যে ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষে উঠে এসেছে ‘মুহাম্মদ’। দেশটির সরকারি
সিলেটের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী আর নেইরহমত আলী হেলালী:জীবদ্দশায় একাধারে দীর্ঘ ৬৯ বছর বুখারী শরীফের শিক্ষাদানের বিরল দৃষ্টান্ত সৃষ্টিকারী
শিগগিরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।করাচিতে বাংলাদেশের ডেপুটি হাইকম
সারা বছরের রোজার সওয়াব পেতে করণীয় রমজানে পূর্ণ মাস ফরজ রোজা পালনের পর তার পরের মাস, অর্থাৎ শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সুন্নত। র
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়