Wednesday, December 10

নির্বাচনী ট্রেন মিস করে বিএনপি ভুল করেছে: নাসিম


বগুড়া: ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে তা সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে, দেশে সামরিক শাসন আসতো, যা গণতন্ত্রের জন্য শুভ হতো না। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করেছেন বলেই দেশের মানুষ শান্তিতে আছে। বুধবার দুপুরে বগুড়া জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনের ট্রেন মিস করে ভুল করেছে। এই ট্রেন ধরতে হলে তাদের ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিএনপি যতই আন্দোলনের হুমকি দিক না কেন, পাঁচ বছরের একদিন আগেও দেশে কোনো নির্বাচন হবে না। ২০১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে পরপর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করবেন ইনশাআল্লাহ।’ তিনি বলেন, আওয়ামী লীগ দেশে গণতন্ত্র এনেছে। তাই জনগণ আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করে প্রধানমন্ত্রী হিসেবে হ্যাট্রিক করাবে। অধিবেশনে উপস্থিত বিশেষ অতিথিরা বলেন, সরকারকে শক্তিশালী করতে হলে দলকে শক্তিশালী করতে হবে। দলকে দলের মতো চলতে দিতে হবে। সরকারের সঙ্গে দলের কর্মকাণ্ড মেশানো যাবেনা। এ সময় তারা বগুড়া সিটি করপোরেশনকে সময়ের দাবি হিসেবে তুলে ধরে বলেন, আওয়ামী লীগই বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করবে। নেতারা বলেন, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করাসহ শহরের বাইরে দিয়ে রেলস্টেশন নির্মাণ, বগুড়াকে কৃষিভিত্তিক অঞ্চল ঘোষণা করার দাবিও উঠে আসে। জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দীনের সভাপতিত্বে অধিবেশনে আরও বক্তব্য দেন-আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, এমপি আব্দুর রহমান, কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান, জেলা সাধারণ সম্পাদক আলহাজ মজিবুর রহমান মজনু প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়