Thursday, December 25

২৭ ডিসেম্বর গাজীপুরে সমাবেশ: ছাত্রলীগ


ঢাকা: আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে সমাবেশ করবে ছাত্রলীগ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ফের সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি এ ঘোষণা দেন। গাজীপুরের একই স্থানে ছাত্রলীগ ও বিএনপির সমাবেশ ডাকায় কোনো সংঘাত বা সংঘর্ষ হলে তার দায়ভার জাতীয়তাবাদী দলকে (বিএনপি) নিতে হবে বলেও জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। ছাত্রলীগ সভাপতি বলেন, জাতির পিতাকে অবমাননা ও কটাক্ষের প্রতিবাদে আগামী ২৭ ডিসেম্বর গাজীপুর ভাওয়াল ও বদরে আলম কলেজে ছাত্রলীগ আহুত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, আমাদের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করছি, প্রশাসন আমাদেরই সমাবেশের অনুমতি দেবে। এসময় বখশিবাজারে সংঘর্ষের বিষয়ে বদিউজ্জামান সোহাগ বলেন, ঢাকার বিভিন্ন এলাকা থেকে অস্ত্রধারীরা জড়ো হয়ে ঢাকা মেডিকেল, বুয়েটসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭টি হলে হামলা চালায়, যার ক্ষত এখনও বিদ্যমান। ছাত্রলীগের নেতাকর্মীরা এর প্রতিবাদ করলে সংঘর্ষ হয়। পরে আমরা (নেতৃবৃন্দ) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বিএপির পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে এবং এ সমস্ত দায় আমাকে এবং আমাদের প্রিয় প্রতিষ্ঠান ছাত্রলীগকে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি দাবি করেন, গতকাল (২৪ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন পাড়া-মহল্লার চিহিৃত সন্ত্রাসী ও অস্ত্রধারীদের জড়ো করে ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, ঢামেক হাসপাতাল, শহিদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সুফিয়া কামাল হলেও আক্রমণ করেছে যার ক্ষত চিহ্ন এখনও বর্তমান। ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা কর্মীরা এর প্রতিবাদ করলে সংঘর্ষ বেধে যায়। পরবর্তীতে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিবৃত করে নিয়ে আসি এবং সংঘাত এড়িয়ে যাওয়া সম্ভব হয়। নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাসের উপর হামলায় বিএনপিকে দায়ী করেন ছাত্রলীগের সভাপতি। একইসঙ্গে পত্র-পত্রিকায় প্রকাশিত অস্ত্রধারী ছাত্রলীগের কেউ নয় দাবি করে তিনি বলেন, সংঘর্ষের সময় সেখানে বিভিন্ন দলের লোক ছিল। এসময় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ৪ জানুয়ারি সংগঠনের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঘোষণা করেন। এরমধ্যে ওইদিন প্রথম প্রহরে কার্জন হলে কেককাটা, মিষ্টি বিতরণ, আনন্দ র‌্যালী, রক্তদান কর্মসূচী, শিক্ষা উপকরণ বিতরণ। ঈদে মিলাদুন্নবীর কারণে সুনির্দিষ্ট র‌্যালি একদিন এগিয়ে ৩ জানুয়ারি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সহ-সভাপতি জয়দেব নন্দী, রিয়াজ উদ্দিন চৌধুরী, মহিউদ্দিন মাহি, নাজমুল হুদা ওয়ারেসী চঞ্চল, এ এইচ জিসান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ রাসেল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়