Thursday, December 18

তুমি মরে গিয়ে আমাকে বাঁচাও: হ্যাপী


ঢাকা: গত ১৩ ডিসেম্বর বিকেল চারটায় মিরপুর মডেল থানায় জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ করে ধর্ষণের মামলা করেন চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী। তাদের এ খবর নিয়ে গত কয়েকদিন ধরেই সরব গণমাধ্যম। ক্রিকেটপ্রেমীরাও চেয়ে আছেন, কখন তাদের বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়। সম্প্রতি নাজনীন আক্তার হ্যাপী তাদের সম্পর্ক প্রমাণের জন্যে তাদের মধ্যকার ফোনালাপ গণমাধ্যমের কাছে হস্তান্তর করেছে। এ ফোনালাপ একটি বেসরকারি টেলিলিশনে প্রচার করা হয়েছে। ফোনালাপের কিছু অংশ ঢাকাটাইমসের পাঠকদের জন্যে তুলে ধরা হলো। হ্যাপী: তুমি আমাকে ভালবাস? রুবেল: আমি যেদিন মরে যামু। আমি মনে হয়, বেশিদিন বাঁচব না, বুচ্ছ। সত্য কথা হ্যাপী। হ্যাপী: তোমার তাড়াতাড়ি মরে যাওয়া উচিৎ। রুবেল: সেটাই দোয়া কর। হ্যাপী: তুমি মরে যেয়ে আমাকে বাঁচাও। রুবেল: তুমি তাহলে দোয়া করতেছ যে আমি তাড়াতাড়ি মরে যাই। বল হ্যা.. .। হ্যাপী: আমি জানি তুমি আমাকে ভালবাস। তাহলে আমাকে কেন কষ্ট দাও। কেন কষ্ট দাও বলো। নিজেও কষ্ট পাও, আমাকেও কষ্ট দাও। কেন? হ্যাপী: আচ্ছা রুবেল, আমাদের বাসাটা তো ছোট। রুবেল: কী? হ্যাপী: আমাদের বাসাটা তো ছোট। রুবেল: হিম... হ্যাপী: তোমার বাসার চেয়েও ছোট। রুবেল: হ্যা। হ্যাপী: আমার আম্মু নিজের সামর্থ্যে যতটুকু পেরেছে দিয়েছে। রুবেল: আচ্ছা। হ্যাপী: এই ফ্ল্যাটটা যদি তোমার নামে লিখে দিই তাহলে আমাকে বিয়ে করবা। রুবেল: হি..হি..কেন? হ্যাপী: এমনি। রুবেল: আচ্ছা তোমার একবার বিয়ে হয়ছিল নাকি? হ্যাপী: কী..কী বললা। রুবেল: শুনছি, একজন বলছে। হ্যাপী: আমার তো একবার না একশোবার বিয়ে হয়ছিল সে বলেনি। তাহলে সে তো জানেই না। পুরোটা জেনে কথা বলতে বলো না। হ্যাপী: আপনি একটা কথা বলছিলেন যে আপনি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবেন না। রুবেল: আপনাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না আমি এইটা তো বলি নাই। আমি বলেছি অন্য কাউকে বিয়ে করব না। হ্যাপী: হ্যা, আপনি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন না এবং এইটা এইটাই তো বলছিলেন যে, আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে কখনও অন্য কাউকে বিয়ে করবেন না। সারাজীবনই বিয়ে না করাই থাকবেন। রুবেল: কিন্তু আমি ওটা ওইভাবে বলি নাই। ঠিক আছে। আপনি ব্যাক করেন প্লিজ। আপনি আমার লাইফে আর থাইকেন না। হ্যাপী: থাইকেন না অন্য জিনিস আর রাখব না অন্য জিনিস। এখন আপনার কোনটা। রুবেল: ফার্স্ট অব অল, আপনাকে আমার ফ্যামিলি মানতেছে না, ঠিক আছে। এইটা তো আপনি ভালো করেই জানেন। আর আপনার ফ্যামিলির কথা শুনলে জীবনেও মানবে না। ফার্স্ট অব অল, তোমার সাথে আমার হচ্ছে না। কোনও কিছুই মিলতেছে না, ঠিক আছে। তুমি আমার সিচুয়েশন কোনও কিছুই বোঝ না, ঠিক আছে। কোনও কিছুই তুমি বুঝ না, ঠিক আছে। আমি খেইলা আসার পর তুমি আমার সাথে ঝগড়া শুরু কর। হ্যাপী: আপনি খেইলা আসার পর সেদিনই মনে হয় আপনার সাথে ঝগড়া হইছে। এর অনেক আগে হইছে। রুবেল: আচ্ছা যাই হোক আমি তোমার সাথে আর কথা বলব না প্লিজ। তুমি আমাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করবা না। সেটা হবে আর না হবে আমার পার্সোনাল বিষয়, ঠিক আছে। আমি তোমার সাথে আর কথা বলব না। তুমি আমাকে আর ফোন দিয়ে কখনও ডিস্টার্ব করবা না। তুমি তোমার মত থাক। কিন্তু তোমার বিষয়ে কেউ যেন আমাকে নক না করে, ঠিক আছে। আমি তোমাকে জাস্ট মাইন্ড ইট মাইন্ড করে দিলাম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়