Wednesday, December 10

যানজটমুক্ত শহর গড়তে লাঠি হাতে মেয়র


পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে যানজটমুক্ত করতে লাঠি হাতে রাস্তায় নেমে পড়লেন পৌর মেয়র এসএম রাকিবুল আহসান। মেয়রকে লাঠি হাতে দেখে অনেকেই হতবাক। অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না, লাঠি হাতে ব্যক্তিটি মেয়র না অন্য কেউ! বুধবার দুপুরের দিকে পৌর শহরের সদর রোড এলাকায় লাঠি হাতে মেয়র এসএম রাকিবুল আহসানকে যানজট নিরসন করতে দেখা গেছে। মেয়রের এ প্রচেষ্টাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়রা জানান, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রভাবশালী ব্যক্তিরা অধিক লাভের আশায় ব্যাটারিচালিত অটোরিকশার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এছাড়া লাইসেন্সবিহীন, অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালক দ্বারা অটোবাইকগুলো চালানো হলেও প্রশাসন নিরব থাকে। এ কারণে শহরে দুর্ঘটনা বেড়ে গেছে। ব্যবসায়ী শিব শংকর পাল জানান, অটোবাইকের কারণে পৌর শহরে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। মেয়রের এ উদ্যোগ সব সময় বহাল থাকলে শহর যানজটমুক্ত থাকবে। পথচারী মো. আবুল হোসেন মিয়া বলেন, আজ মেয়র যা করলেন তাতে আমি খুশি। দেখে আমার মনে হয়েছে সিনেমার ফাটাকেস্ট আজ কলাপাড়া শহরের যানজটমুক্ত করার দায়িত্ব নিয়েছেন। পৌর মেয়র এস এম রাকিবুল আহসান জানান, ‘মেয়র হওয়ার পর থেকেই যানজটমুক্ত রাখতে প্রায়ই এ রকম অভিযান চালিয়ে থাকি।’ ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়