Tuesday, December 30

স্থলেও খোঁজা হচ্ছে নিখোঁজ বিমান


কানাইঘাট নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার নিখোঁজ এয়ার এশিয়া বিমানটি উদ্ধার অভিযান তৃতীয় দিনে গড়িয়েছে এবং অভিযানের পরিধি আরও বাড়ানো হয়েছে। সমুদ্র ছাড়াও এখন স্থলে খোঁজা হচ্ছে বিমানটি। ইন্দেনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তারা পূর্বদিকে অনুসন্ধানকারী দল পাঠিয়েছে যেখান থেকে গতকাল ধোঁয়া উড়তে দেখা গেছে। জাভা সমুদ্রের বেলিতাং দ্বীপের পর এবার সুমাত্রা বোর্নিও দ্বীপে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এদিকে এয়ার এশিয়ার পাইলটের সঙ্গে সর্বশেষ কথোপকথন উদ্ধার করেছে এয়ার এশিয়া। পাইলট বিমান কতৃপক্ষের নিকট যাত্রার পথ পরিবর্তনের অনমুতি চেয়েছিলেন। পাইলট বিমানটি নিয়ে ৩৮ হাজার ফুট উপর দিয়ে উড়তে চেয়েছিলেন কিন্তু বিমান কর্তৃপক্ষ তাকে ৩৪ হাজার ফুট ওপর দিয়ে যাবার অনুমুতি দিয়েছিল। কারণ ৩৮ হাজার ফুট ওপর দিয়ে এয়ার এশিয়ার অপর আরেকটি বিমান যাচ্ছিল। স্থলেও খোঁজা হচ্ছে নিখোঁজ বিমান যুক্তরাষ্ট্র ,অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। উদ্ধার অভিযানে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, মালোয়শিয়া, সিঙ্গাপুর ও দক্ষিন কোরিয়ার ৩০টি জাহাজ, ১৫টি বিমান ও সাতটি হেলিকপ্টার আংশ নিয়েছে। এদিকে অনুসন্ধান চালাতে যুদ্ধ বিমান পাঠানোর ঘোষনা দিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিন চীন সাগরে তাদের যুদ্ধবিমান এরই মধ্যে তল্লাশি শুরু করেছে। ইন্দেনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার এজেন্সির প্রধান হেনরি বামবাং সোয়েলিসতো জানান, ১০ হাজার বর্গমাইল এলাকাজুড়ে তল্লাশি চালানো হবে। নতুন করে সুমুদ্রের ১৫০ ফুট থেকে ৩০০ ফুট পাানির গভীরেও অভিযান চালানো হবে। পানির গভীরতা কম থাকায় তল্লাশি অভিযান সহজ হবে বলে তিনি মনে করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়