মৌলভীবাজার: জেলার বড়লেখা উপজেলায় আফতাব আলী (৬২) নামে সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার উওর শাহবাজপুর এলাকায় একটি গাছের ডাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
আফতাব আলী উপজেলার উওর শাহবাজপুর ইউনিয়নের শাহেদপুর গ্রামের জোনাব আলীর ছেলে। তিনি সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
পুলিশ জানান, স্থানীয়দের দেয়া খবরের উপর ভিত্তি করে বিকালের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আফতাবের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বড়লেখা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবুল হাসেম মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে আইন অনুযায়ী মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়