Sunday, December 28

পল্লবীতে নবজাতকের লাশ উদ্ধার, মা আটক


ঢাকা : রাজধানীর পল্লবী এলাকায় মৃত নবজাতককে ফেলে যাওয়ার সময় তার মা চম্পা বেগমকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল আলম বলেন, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানার ১০ নম্বর সেকশনের, এ ব্লকের, এক নম্বর এ্যাভিনিউয়ের আসলাম হোটেলের গলির মাথায় ফুটপাত থেকে ওই নবজাতককে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, সকালে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশটি ফেলে যাওয়ার সময়ে চম্পা বেগমকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নবজাতকের অন্য কোনো পরিচয় জানা যায়নি। তবে চম্পা বেগমের দাবি ওই নবজাতকটি তার ছেলে। জন্ম নেওয়ার পরপরই মারা যাওয়ায় তিনি তাকে ওই স্থানে ফেলে যাচ্ছিলেন বলে জানান চম্পা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়