Thursday, December 18

সুন্দরবনের খুব বেশি ক্ষতি হবে না


ঢাকা: সন্দুরবনে তেল দুষণের ঘটনা বাংলাদেশের জন্য অনেক বড় হলেও বিশ্বের প্রেক্ষাপটে নগন্ন । এতে সুন্দরবনের খুব বেশি ক্ষতি হবে না বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা উপেক্ষা করে সন্দুরবনের ভেতর দিয়ে নৌযান চলাচল করছে। তিনি বলেণ, নৌযান চলাচলের জন্য দুইটি নৌরুট করার কথা ছিল। কিন্তু তা এখনো করতে পারেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এটা দু:খজনক। পরিবেশ মন্ত্রী বলেন, সন্দুরবনে তেল দুষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ, মার্কিন যুদ্ধরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সহায়তার আশ্বাস দিয়েছে। বিদেশিদের সহায়তা নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে। তদন্ত কমিটির প্রধান বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নরুল করিম সাংবাদিকদের জানান, আমরা ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন প্রায় চুড়ান্ত করে ফেলেছি। আজ অথবা রবিবারের মধ্যে সচিবের কাজে জমা দেবো।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়