Wednesday, December 24

ধর্ম সুন্দর জীবনের জন্য


অধ্যাপক ড. কাজী নুরুল ইসলাম বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় জাপান সুপার অর্থনীতির দেশ। প্রযুক্তির উৎকর্ষতায় ও মানবীয় দক্ষতায় তারা চরম উন্নতির শীর্ষে অবস্থান করছে। কিন্তু তাদের মনে শান্তি নেই। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে জাপানে। তারা শান্তির জন্য অ্যালকোহলের আশ্রয় নেয়; কিন্তু ধর্মকে মানার কোনো ইচ্ছাই তাদের নেই। অথচ একমাত্র ধর্মই পারে মানুষের জীবনে প্রশান্তি আনতে। তবে যে মানুষটি প্রকৃত সত্য সন্ধানী, সে একদিন ধর্মের উৎসের সন্ধান পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আল্লাহকে বিশ্বাস করতেন না। তিনি ধর্ম বিশ্বাসীদের উপহাস করতেন। কিন্তু এ মানুষটি শেষ বয়সে এসে ধর্মকে জানার জন্য সারা দিন শুধু কোরআন পড়তেন। অডিও ক্যাসেটে কোরআন শোনা ছাড়া তার ঘুম আসত না। তিনি অনেক পরে হলেও আল্লাহকে চিনতে পেরেছিলেন। বাংলাদেশের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মপ্রাণ। এ দেশের অধিকাংশ মানুষ পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ১৯নং আয়াতে বর্ণিত 'নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম'_ অনুযায়ী তারা ইসলাম ধর্ম পালন করে থাকেন। ইসলাম কালজয়ী আদর্শ। যুগে যুগে ইসলাম ধর্মের অনুসারীরা অন্যান্য ধর্মের মানুষকে ইসলামী জীবন বিধান সম্পর্কে অবগত করত। কিন্তু বর্তমানে মুসলমানরা ধর্ম থেকে দূরে সরে যাওয়ায় মুসলমানদেরই ইসলামী জীবনবিধানগুলো মনে করিয়ে দিতে হয়। আজ তাদের মধ্যে ইসলামী আদর্শ ঠিকভাবে না থাকার কারণে মুসলমানদের একটি অংশ অন্য ধর্ম সম্পর্কে ভুল ধারণা পোষণ করে। এ যেমন মাংস শব্দটি নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি আছে। মাংস বলতে মায়ের অংশ বলে মনে করা হয়। সত্যি কি তাই? বাংলা একাডেমির ব্যবহারিক অভিধানে মাংস শব্দের অর্থ হিসেবে গোশত লেখা রয়েছে। সেখানে তো মায়ের অংশ লেখা নেই। সন্ধি বিচ্ছেদ করলেও তো এখানে অংশ শব্দটি নেই। অথচ মাংস নয় গোশত শব্দটিকে ইসলাম সমর্থিত বলে ধরা হয়। মুসলিম সমাজে কেউ মাংস বললে অনেক ক্ষেত্রে তার সমালোচনা করা হয়। একজন মানুষ কি ইচ্ছে করে কোনো হিন্দু পরিবারে জন্ম নেয়? তাহলে কেন একজন হিন্দু ধর্মের অনুসারীকে মালাউন বা অভিশপ্ত বলা হবে? আমরা ইসলাম সম্পর্কে জানার পর অন্য ধর্ম সম্পর্কে জানি না। নিজের ধর্মকে পালন করার পাশাপাশি অন্য ধর্ম সম্পর্কে জানার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'বিশ্ব ধর্ম ও সংস্কৃতি' বিভাগ খোলা হয়। মানুষ যা খুশি করুক না কেন? একসময় সে ধর্মের কাছেই ফিরে আসে। তাই একমাত্র ধর্মচর্চাই পারে মানবজীবনকে সুন্দর করতে। অনুলিখন : তৌফিকুল ইসলাম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়