ঢাকা: সরকারের অব্যবস্থাপনার কারণেই কমলাপুরে ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘এই দুর্ঘটনা আবারও প্রমাণ করলো সরকার জনগণের জীবনের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। কারো কাছে ক্ষমতাসীনদের জবাব দিতে হয় না বলেই এই দুর্ঘটনা ঘটেছে।’
তিনি বলেন, ‘হরতাল যেন সফল হতে না পারে, সেজন্য যানবাহনের মালিকদের লাইসেন্স বাতিল করার হুমিক দিয়ে সরকার তাদের রাস্তায় বাস নামনোর জন্য বাধ্য করেছে। তাদের প্রতিটি বক্তব্য ও কাজই প্রমাণ করে তারা কতটা চাপে আছে।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ক্ষমতাসীনরা যে ভাষায় কথা বলছেন, তা গণতন্ত্র ও রাজনৈতিক নেতাদের বক্তব্যে নয়। মূলত তারা স্বৈরতন্ত্রের বক্তব্যে দিচ্ছেন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের আগের ন্যায় এবারও বাসে আগুন ও ককটেল নিক্ষেপ করে জনসাধারণকে আহত করেছে ক্ষমতাসীনদের সন্ত্রাসী বাহিনী ও এজেন্টরা। ক্ষমতাসীনরা অত্যন্ত সুকৌশলে সে দায়ভার বিএনপির উপর চাপিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ক্ষমতাসীনরা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে সারাদেশে বিএনপির মিছিলে গুলি ও লাঠিচার্জ করেছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে বিএনপির ১১০ জন নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির ৩৪২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।’
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়