নোয়াখালী: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে হটানো যাবে না। বর্তমান সরকারের ভিত এত দুর্বল নয় যে, জনগণ ছাড়া অন্য কারও ধাক্কায় নড়ে যাবে। তাছাড়া বর্তমানে আন্দোলন করে সরকারকে হটানোর মতো কোন পরিস্থিতিও নেই।
শনিবার দুপুরে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের আমিন বাজারের নবগ্রাম রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আ্ওয়ামী লীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলন করবে তাদের নিজেদের কোনো সংঘবদ্ধ প্রস্তুতি নেই। তাই তারা যেকোনো ধরনের ষড়যন্ত্র করতে পারে। তাদের সব ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে সরকার সবসময় সতর্ক রয়েছে।
বিএনপির সঙ্গে সরকারি আমলাদের বৈঠকের ব্যাপারে সরকারের পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের একটি চাকরি আচরণবিধি রয়েছে। কেউ তা ভঙ্গ করলে সরকার যে ব্যবস্থা গ্রহণ করার তাই করবে।
কর্মীসভায় ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মন্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান।
কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ প্রমুখ।
এর আগে মন্ত্রী ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, চর চিরিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিকালে উপজেলার ধানসিঁড়ি ও নরোত্তমপুর ইউনিয়নের সাত গ্রামের ২৫ কিমি বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন মন্ত্রী।
Saturday, December 6
এ সম্পর্কিত আরও খবর
সম্মানী ভাতা, গাড়ি নেবেন না নাছির কানাইঘাট নিউজ ডেস্ক: রপোরেশনের দেওয়া গাড়ি ব্যবহার না করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের নবনির্বাচ
শোডাউনের রাজনীতি বিশ্বাস করে না ছাত্রদল: রাকিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদল এখন থেকে
বঙ্গভবনে শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বক্তব্য দিয়ে ‘দুঃখিত’ রিজভী বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন বিএনপি
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটিছাত্রদলের পরিকল্পনা ও কর্মসূচির সেতুবন্ধন স্থাপনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমা
“মুক্তিযুদ্ধের বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠছে” রংপুর: বাংলাদেশ পুলিশের আইজি একেএম শহিদুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির কিছুটা নি
মোদিতে অনুপ্রাণিত আরিফ কানিউজ ডেস্ক: ভারতকে পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে গত ২ অক্টোবর ঝাড়ু হাতে ন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়