লালমনিরহাট: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে।
এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ছিল। এছাড়াও পাসপোর্টধারী যাত্রী পারপারও ছিল স্বাভাবিক।
বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ও আমদানি কারক ব্যবসায়ী শামীম হোসেন বলেন, হরতালে আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। তবে মালামাল পরিবহনে ট্রাক সংকট সৃষ্টি হয়েছিল।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, হরতালে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) মতিয়ার রহমান বলেন, হরতালের কারণে আমদানি-রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়েনি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়