Wednesday, December 24

হামলার প্রতিবাদে কাল বিএনপির বিক্ষোভ


ঢাকা: বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরে হামলার প্রতিবাদে কাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, সরকার বেআইনি ক্ষমতা স্থায়ী করতে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা করছে। ফখরুল অভিযোগ করে বলেন, ‘গাজীপুরে বিএনপি চেয়াপারসন সমাবেশ যাতে না করতে পারে সেই জন্য সব ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। গতকাল কাশিমপুরে প্রধানমন্ত্রীর সফরের পর স্থানীয় বিএনপির নেতাদের উপর হামলা করে পোস্টার ছিড়ে ফেলাসহ সমাবেশ না করতে দেয়ার সব ধরনের চেষ্টা করছে ক্ষমতাসীন দলের নেতারা।’ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বকশিবাজারে আদালতে হাজিরা দিতে গেলে তার গাড়ি বহরে ছাত্রলীগ-যুবলীগ হামলা করেছে। যদিও বিএনপি চেয়ারপাসনের কোনো ক্ষতি হয়নি। কিন্তু তার গাড়ি বহরে থাকা জনগণের উপর হামলা করেছে সরকারের ক্যাডার বাহিনী। এতে অনেক নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে যাওয়ার আগে ফখরুল কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে যান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়