Monday, December 29

সমাবেশে বাধা দেওয়ার অভিপ্রায় আ.লীগের নেই


ঢাকা: বিএনপিসহ কারও সমাবেশে বাধা দেওয়ার অভিপ্রায় আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘আমরা বিএনপিসহ কাউকেই কোথাও কর্মসূচি পালনে বাধা দিচ্ছি না। দেওয়ার ইচ্ছাও নেই।’ আজ সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নানক এ কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগকে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না। আমাদের বক্তব্য স্পষ্ট, প্রতিষ্ঠালগ্ন থেকে আওয়ামী লীগ গণমানুষের দল। আন্দোলন করতে করতেই আমাদের জন্ম। যদি কারও বাধা দেওয়ার ইচ্ছা থাকে, তাদের আমরা দেখতে চাই। গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে আমরা অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন তারা আমাদের কিছুই করতে পারবে না। তারা যে তাণ্ডব চালিয়েছে, বাংলার জনগণ তা দেখেছে। তাদের সহিংসতার পরিমাণ বেশি, তার মানে এই নয় যে আমরা দুর্বল।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়