Tuesday, December 30

মিথ্যা মামলা দিয়ে জনগণকে ব্ল্যাকমেইল করছে সরকার


ঢাকা: বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ক্ষমতাসীনরা জনগণকে ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন থানায় পুলিশের দায়ের করা মামলার প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মঙ্গলবার রাতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকার মামলা দিয়ে কি বিএনপির আন্দোলন দমন করতে চাইছে সাংবাদিকের এই প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের ইতিহাসে মামলা দিয়ে আন্দোলন দমন করা যায়নি। তাই ক্ষমতাসীনরা আন্দোলন দমন করতে যতই মামলা ও নির্যাতন করবে আন্দোলন ততই তীব্র থেকে তীব্রতর হবে। তিনি বলেন, বিএনপির আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য সরকার নানান ষড়যন্ত্র করছে। কারণ সরকার জানে বিএনপির আন্দোলনেই তাদের পতন হবে। তাই বিএনপির নেতাকর্মীদের নামে আওয়ামী লীগ একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দিচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম রুখে দিতে সরকার নানান চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন রিজভী। রিজভী অভিযোগ করেন, গত ৫ জানুয়ারি একটি তামাশার নির্বাচন হয়েছে। ওই নির্বাচন এক ব্যক্তির সিদ্ধান্তে ও ক্ষমতায় যাওয়ার জন্য হয়েছে। ওই নির্বাচন দেশের সকল রাজনৈতিক দলসহ দেশের জনগণ প্রত্যাখান করেছে। ফলে এই সরকার একটি অবৈধ সরকার। সংবাদ সম্মেলনে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়