Saturday, December 13

“গণ-অভ্যুত্থানের জন্য সমুদ্রের গর্জন প্রয়োজন”


সাভার: আন্দোলনের জন্য নদীর ডেউ আর গণ-অভ্যুত্থানের জন্য সমুদ্রের গর্জন প্রয়োজন। যেখানে বিএনপির নদীর ঢেউ তোলার মত ক্ষমতা নেই সেখানে সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সম্ভাবনাকে উড়িয়ে দিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় মন্ত্রী আরো বলেন, আন্দোলনের নামে ঘরে শুয়ে থেকে অরাজকতা সৃষ্টি করলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। শনিবার সকালে ধামরাইয়ের ইসলামপুরে বংশী নদীর তীরে ১কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি ডাক বাংলোর উদ্বোধনকালে সড়ক পরিবহন মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বিএনপি বা দেশের জনগণ কেউই আন্দোলনের মুডে নেই। আন্দোলনের জন্য যে বস্তুগত অবস্থার প্রয়োজন তা দেশে বিরাজমান নয়। তাই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র ব্যক্তিগত হতাশা থেকেই আন্দোলনের কথা বলছেন। পরে মন্ত্রী ডাক বাংলোর বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, সওজ এর উর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামীলীগের স্থানীয় নের্তৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়