Saturday, December 13

সন্তানের জন্য আগাম মৃত্যু আলিঙ্গন, অনলাইনে ঝড়


কানাইঘাট নিউজ ডেস্ক: গত বুধবার চীনের হেনান প্রদেশের ২৬ বছর বয়সী টেলিভিশন উপস্থাপিকা কুইউ ইউয়ানইউয়ান ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। স্বেচ্ছায় কেমোথেরাপি না নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়ায় অনলাইনে সমালোচনার ঝড় উঠেছে। এর প্রধান কারণ, মৃত্যুর সময় ওই উপস্থাপিকা ১০০ তিন তথা ৩ মাস দশ দিন বয়সী একটি বাচ্চা রেখে গেছেন। গতকাল শুক্রবার অনলাইনে ১০ মিলিয়নেরও বেশি মানুষ তার এ মৃত্যুর কাহিনী পড়েছে। এদের অধিকাংশের প্রশ্ন কেন ওই নারী কেমোথেরাপি না নিয়ে মৃত্যুবরণ করলেন। গত মার্চ মাসে ওই নারী গর্ভবতী হন। এরপরই তার জরায়ু ক্যান্সার ধরা পড়ে। এ সময় ক্যান্সার মারাত্মক পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু ওই নারী তার বাচ্চা নষ্ট হওয়ার আশঙ্কায় কেমোথেরাপি নেননি। গত সেপ্টেম্বরে তার বাচ্চার জন্ম হয়। ফেইসবুকে একজন লিখেছেন, পৃথিবীতে নবজাতককে রেখে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার অর্থ হচ্ছে তিনি একজন হৃদয়হীন মা। আরেকজন লিখেছেন, মায়ের আদর ছাড়া পৃথিবীতে বেড়ে ওঠা মানে তার জীবন অর্থহীন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়