Tuesday, December 16

নির্বাচনই দলের একমাত্র রাজনৈতিক ইস্যু: ফখরুল


ঢাকা: নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ইস্যুই বিএনপির একমাত্র রাজনৈতিক ইস্যু বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে চন্দ্রিমা উদ্যানে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিক তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে রাজনৈতিক ইস্যু নেই একটি। আর তা হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগের জন্য গণতন্ত্র ও স্বাধীনতা আজ বিপন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে- সরকারের মন্ত্রীদের এই বক্তব্যের প্রতিক্রিয়ার তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে লড়াই করছে। কিন্তু ক্ষমতাসীনরা জনগণকে বিভ্রান্ত করতেই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। এর আগে সকাল ১১ টা ১৫ মিনিটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রজমানের মাজারে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়