ঢাকা: জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন-ইয়ং।
মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে গিয়ে রাষ্ট্রদূত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় স্পিকার বলেন, কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। কোরিয়া তথ্যপ্রযুক্তি জগতে একটি অনন্য স্থান করে নিয়েছে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোরিয়া বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পাশাপাশি, তৈরি পোশাকশিল্প, চিকিৎসাখাত, জনশক্তি ও অন্যান্য ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ রয়েছে।
এসময় রাষ্ট্রদূত বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। তিনি এমডিজি অর্জনে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক বলে উল্লেখ করেন।
সাক্ষাতকালে ডেপুটি চিফ অভ মিশন (কাউন্সিলর) কিম হু-জু ও কোরিয়ান ইপিজেড করপোরেশন (বিডি) লি. এর সভাপতি জাহাঙ্গীর সাদাত উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়