Wednesday, December 24

গোবর থেকে পানের পানি!


কানাইঘাট নিউজ ডেস্ক: গোবর থেকে পানযোগ্য পানি তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেছেন মার্কিন গবেষকেরা। তারা দাবি করেছেন, এই পদ্ধতি ঠিকঠাক কাজ করলে প্রতি বছর ৮৭ কোটি গ্যালন পানি উৎপন্ন করা যাবে। হাফিংটন পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের তৈরি এই পদ্ধতিটির নাম ‘ম্যাকলানাহান নিউট্রিয়েন্ট সেপারেশন সিস্টেম’। এ পদ্ধতিতে বর্জ্য ব্যবহার করে বিদ্যুত্ উত্পাদনের পাশাপাশি পানিও উত্পন্ন করা যায় যা গবাদিপশুর জন্য উপযোগী হতে পারে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক স্টিভ সাফারম্যান এ প্রসঙ্গে বলেন, ‘এক হাজার গরু থাকলে প্রতি বছর এক কোটি গ্যালন গোবর পাওয়া যায়। গোবরে ৯০ শতাংশই পানি থাকে। এ পদ্ধতি ব্যবহার করলে প্রতি ১০০ গ্যালন গোবর থেকে ৫০ গ্যালন পানি পাওয়া সম্ভব।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে এ পানির পরিমাণ ৬৫ গ্যালন পর্যন্ত করা সম্ভব।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়