Wednesday, December 17

গুগল সার্চে শীর্ষে জাতীয় পরীক্ষার ফল


কানাইঘাট নিউজ ডেস্ক: অনলাইনে যে কোনো বিষয় বা ঘটনা খুঁজে বের করতে দ্বারস্থ হতে হয় গুগলের। বাংলাদেশের প্রযুক্তি প্রেমীরা নিজেদের প্রয়োজনে বা নানা ঘটনা জানতে ২০১৪ সালে ‘গুগল ডটকম ডটবিডি’ (google.com.bd)-তে সবচেয়ে বেশি কী খুঁজেছে, সে তালিকা প্রকাশ করেছে গুগল। গুগলের কমিউনিকেশন ও পাবলিক অ্যাফেয়ার্স প্রধান জেফরি ইউসুফ এক বিবৃতিতে বলেন, ‘গুগল সার্চ একটি সাংস্কৃতিক ব্যারোমিটার হিসেবে কাজ করে। চলতি বছরে যেসব প্রধান ঘটনা, জনপ্রিয় ব্যক্তিত্ব ও আলোচিত প্রবণতাগুলো বাংলাদেশীদের জীবনে প্রভাব বিস্তার করেছে, সেসবের একটি প্রতিচ্ছবি তুলে ধরে গুগলের বাৎসরিক সার্চ রেজাল্টের তালিকা।’ জেনে নিন গুগলে ২০১৪ সালে সবচেয়ে বেশি কোন বিষয়গুলো এবং কোন ব্যক্তিদের খুঁজেছে বাংলাদেশের প্রযুক্তি প্রেমীরা। বাংলাদেশে গুগলের সার্চ তালিকায় দেখা গেছে বাংলাদেশের মানুষের কৌতুহলের শীর্ষে ছিল জাতীয় পরীক্ষার ফলাফল ও তারকাদের ক্ষেত্রে জেনিফার লরেন্স।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়