Wednesday, December 10

একাত্তরের মতো জাতিকে গর্জে উঠতে হবে


ঢাকা: একাত্তরের মতো আর একবার জাতিকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। বুধবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ‘মহান বিজয় দিবস ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে’ এক আলোচনা সভায় এম কে আনোয়ার বলেন, একাত্তরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে জাতি গর্জে উঠেছিল। আর এবার বেগম খালেদা জিয়ার ডাকে এই অবৈধ সরকারের বিরুদ্ধে জাতি গর্জে উঠবে। কারণ জাতি এই স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি চায়। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সংগ্রাম করতে হবে। আর সংগ্রামের মধ্যে দিয়েই আমাদের অধিকার আদায় করতে হবে। অন্যথায় এই অবৈধ সরকারের হাতে গুম ও খুন হতে হবে। তিনি অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁস করে আওয়ামী লীগ সরকার জাতিকে মেধা শূণ্য করার চক্রান্তে লিপ্ত রয়েছে। আর সরকারের অপকর্মের বিরুদ্ধে যারাই স্বোচ্ছার হচ্ছে ক্ষমতাসীনরা তাদের উপর ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়