Tuesday, December 30

ইতালিয় ফেরির উদ্ধার অভিযান সমাপ্ত


কানাইঘাট নিউজ ডেস্ক: গ্র্রিস উপকূলে ডুবে যাওয়া ইতালিয় ফেরি নরম্যান আল্টান্টিক আরোহীদের উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ফেরি থেকে দশব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৪০০ জনের আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রচন্ড বাতাস ও তীব্র ধোঁয়ার কারনে উদ্ধার অভিযান ব্যহত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানায়। কর্ফু উপকূলে অগ্নিকা-ের শিকার নরম্যান আল্টান্টিক ফেরিটি থেকে ২৩৪ জন গ্রীক, ৪৫ জন তুর্কি, ২২ জন আলবেনীয় ও ২২ জন ইতালীয় ছিলেন। গ্রিসের পাত্রাস বন্দর থেকে ইতালির আনকোনার উদ্দেশ্যে রবিবার যাত্রা শুরু করেছিল ফেরিটি। ফেরিটিতে ২২২টি গাড়ি, ৪২২ জন যাত্রী ও ৫৬ জন ক্রসহ মোট ৪৭৮ জন আরোহী ছিলেন। ইতালিয় ফেরির উদ্ধার অভিযান সমাপ্ত ফেরি থেকে জীবিত উদ্ধারকৃতরা এটাকে নরকের দৃশ্য বলে আখ্যায়িত করেছেন। এদিকে গণমাধ্যমগুলোতে জাহাজের ক্যাপ্টেন আরগিলো গিয়াসোমাজির দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করা হয়েছে। তিনি টানা ৩৬ ঘন্টা তীব্র বাতাস আর ঝড়ো হাওয়া উপেক্ষা করে উদ্ধার অভিযান পর্যবেক্ষন করেছেন। ফেরিটিতে ঠিক কি কারনে আগুন লেগেছিল সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতালিয় সরকার ঘটনা তদন্তে একটি অপরাধী অনুসন্ধান কেন্দ্র গঠন করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়