ঢাকা: আগামীকাল সোমবার ২০ দলীয় জোটের ডাকা হরতালের আগের দিন আজ রবিবার রাজধানীর পল্টন মোডে একটি যাত্রীবাহী আগুন দিয়েছে হরতালকারীরা।এতে কেউ হতাহত হয়েছে কি তা জানা যায়নি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও তাতে কাজ হয়নি।দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর সদর দপ্তরের ইন্সপেক্টর ফরহাদ। এর আগে বিএনপির নয়া পণ্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি হাত বোমা বিস্ফোরণের ঘটানো হয়। রবিবার বিকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী আবদুর রহমান বলেন, রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৩/৪ জন দুর্বৃত্ত একটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জানতে চাইলে পল্টন মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুশঙ্কর পাল বলেন, হরতালকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্খা নেয়ার কথা জাানান তিনি।
এদিকে আগামীকাল হরতালের সমর্থনে শাহবাগ মোড়ে ঝটিকা মিছিল করেছে বিএনপি। মিছিলটি কারো হামলার মুখে না পড়লেও শাহবাগ মোড়ে ব্যানার রেখে বিএনপি নেতাকর্মীরা ভয়ে পালিয়ে যায়।
২০ দলের ডাকা সোমবারের হরতালের কারণে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হচ্ছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মোহসীন রেজা রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হরতালকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলার অবনতি যেন না হতে পারে সেজন্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবিও কাজ করবে।’ তবে কত প্লাটুন বিজিবি সদস্য নামানো হবে এ বিষয়ে তিনি কিছু বলেননি।
আগামীকালের বিএনপির ডাকা হরতালে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে বাস চলাচলের ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমিতি।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়