Sunday, December 14

ঢাকার ২৬ স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতিকে তলব


ঢাকা: এসএসসি পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ায় অভিযোগে ঢাকার ২৬ স্কুলের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে তলব করেছে হাই কোর্ট। বোর্ড নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ফি নেওয়ায় রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে গত ১০ নভেম্বর হাই কোর্টের এই বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এ বিষয়ে রুল দেয়। রুলে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষাবোর্ড নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়