Saturday, December 13

বাংলাদেশ-ভারত সমস্যা আলোচনায় সমাধান সম্ভব


ঢাকা : বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমস্যাগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে শনিবার সকাল ১১টায় ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মহান বিজয় মাস উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। আমির হোসেন আমু বলেন, ‘অনেকেই আওয়ামী লীগকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করে। আওয়ামী লীগ ও ভারতের সম্পর্ক দালালীর নয় বরং বন্ধুত্বের।’ শিল্পমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে পাকহানাদার বাহিনী এ দেশে নির্বিচারে গণহত্যা চালাচ্ছিল, মা-বোনের সম্ভ্রম নষ্ট করছিল, গ্রামকে গ্রাম ছারখার করে দিচ্ছিল। বাংলার মানুষের চরম দুঃসময়ে বাংলাদেশের ৩০ লাখ লোকের সঙ্গে ভারতের ১১ হাজার সৈন্যও রক্ত দিয়েছিল।’ তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতার বিষ বাষ্পের মধ্য দিয়ে পাকিস্তানের জন্ম হয়েছিল কিন্তু অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল। সে দিন ভারতের মানুষ ১ কোটি বাঙালীর সঙ্গে তাদের অন্ন ভাগ করে খেয়েছিল। সেই বন্ধন এখনও অটুট আছে’। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যামিরেটস অধ্যাপক ড. আনিসুজ্জামান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সচিব বিএমএম মোজহারুল হক, ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) নিনাদ এস দেশপান্ডে ও সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারী। বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত এবং সমিতির থিমসং বাজানোর পর আমন্ত্রিত অতিথিদের মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়