Thursday, December 18

বিএনপির সময় শেষ, বললেন তৃণমূল নেতারা


ঢাকা: গত ৫ জানুয়ারি নির্বাচনের দায়ভার স্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বক্তব্যে শুরু করলে তার প্রতিক্রিয়ার দর্শক সারি থেকে নেতাকর্মীরা বলে ওঠেন, ‘বিএনপির সময় শেষ।’ উত্তরে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির নয়, শেখ হাসিনার সময় শেষ।’ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৯০ ডাকসু ও ছাত্রঐক্য আয়োজিত জাতীয় কনভেনশনে এসব কথা বলেন বিএনপির নেতাকর্মীরা। আব্বাস বলেন, বিএনপি গত ৫ জানুয়ারি নির্বাচন বাতিলের জন্য কর্মসূচি ঘোষণা করেছিল। ওই আন্দোলন ব্যর্থ হয়েছে সে কথা আমরা স্বীকার করি। আর এই ব্যর্থতার দায়ভার আমাদের সেটাও আমরা আজ স্বীকার করি। কিন্তু ভবিষ্যতে এই ভূল হবে না। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, হতাশ হওয়ার কিছু নেই। আন্দোলন শুরু হবে। আর সেই আন্দোলনের আমাদের বিজয় সুনিশ্চিত। বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে কনভেনশনে আরো বক্তব্যে রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তুর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব-উন-নবী-খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়