Wednesday, December 10

কৃষি সফলতায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল: স্পিকার


রংপুর: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, কৃষিতে সফলতার কারণে বাংলাদেশ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ ১৬ কোটি মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে বিদেশে চাল রপ্তানির চুক্তি করেছে। দেশের জন্য বর্তমান সরকারের এটা একটি বিরাট অর্জন। আর এ অর্জন আমাদের দেশের কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফল। বুধবার দুপুরের দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধনের সময় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, ২০২১ সালের রূপকল্প বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এ দেশ অনেক দূর এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিরীন শারমিন আরও বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে আত্মমর্যাদাসম্পন্ন দেশ হিসেবে গর্ব ভরে চির মহিমায় উজ্জ্বল অবস্থান তৈরি করেছে। সিপিএ চেয়ারম্যান নির্বাচিত হওয়া আন্তর্জাতিক গণতান্ত্রিক ফোরামে বাংলাদেশের বিজয়। বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে একের পর এক আরও কয়েকটি বিজয় লাভ করেছে। যেটা আমাদের জন্য বড় অর্জন, বড় গৌরবের। এখন বাংলাদেশ বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল। এ বিজয়ের মূলে যারা রয়েছেন তারা হচ্ছেন বাংলাদেশের জনগণ। তাদের শ্রম, প্রতিভা এবং পরিশ্রম বাংলাদেশকে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শাহীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম, রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খলিলুর রহমান মন্ডল, সহসভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, মোকাররম হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সম্পাদক তাজিমুল ইসলাম শামীম প্রমুখ। তরুণ সমাজের কথা উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। তরুণরাই আমাদের শক্তি তারাই আগামী দিনের প্রজন্ম এবং নেতৃত্বের কাণ্ডারি এরাই হাল ধরবে। কাজেই তরুণদের জন্য সকল ধরনের শিক্ষা, তথ্য-প্রযুক্তি, কারিগরি প্রতিটি ক্ষেত্রে যথাযথ সুযোগ দিতে হবে। তাহলে তারা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। এর আগে সকালে পীরগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলোর কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাদা আলাদা মত বিনিময় করেন তিনি। পরে উপজেলা চত্বরে নব নির্মিত আইসিটি কাম মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন উদ্বোধন করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়