ঢাকা: দেশের সবকটি জেলার শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র পাঠানোর সুপারিশ করেছেন সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে শীতে আক্রান্ত ব্যক্তিদের তালিকা তৈরির জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
মঙ্গলবার ১০ম জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও জাতীয় খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার উপর আলোচনা হয়।
কমিটি দুর্যোগ মোকাবেলা করতে প্রয়োজনীয় সামগ্রী সুষ্ঠুভাবে ও সময়মত বিতরণের সুবিধার্থে যথাযথভাবে সংরক্ষণের জন্য প্রত্যেক জেলায় গোডাউন নির্মাণের সুপারিশ করেন।
কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল জানান, বৈঠকে শীতজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের তালিকা তৈরির জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিতে বলা হয়েছে।
কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তালুকদার আব্দুল খালেক, আবদুর রহমান বদি, মো. শফিকুল ইসলাম শিমুল, এস এম জগলুল হায়দার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়