কানাইঘাট নিউজ ডেস্ক: শীতে পিঠা পায়েস খেতে কার না ভালো লাগে। শীত আর পিঠা যেন প্রতিশব্দে পরিণত হয়েছে। পিঠা পায়েসের পাশাপাশি ভিন্ন স্বাদের খাবার খেতে অনেকে পছন্দ করেন ‘মুগ ডালের সবজি খিচুড়ি’। কিছুক্ষণের জন্যও যা শীতকে একটু দূরে রাখতে পারে। ঢাকাটাইমসের পাঠকদের জন্য মুখরোচক খিচুড়ি বানানোর পদ্ধতি তুলে ধরা হল।
উপকরণ:
* আধা কেজি চাল
* আধা কেজি মুগ ডাল
* গাজর, আলু, শিম, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি ইত্যাদি সবজি মাঝারি আকারের কুচি ২ কাপ পরিমাণে।
* ৩/৪ টি পেঁয়াজ কুচি
* ৬/৭ টি মরিচ ফালি (ঝাল বুঝে)
* তেজপাতা ২টি
* ৩/৪ টি এলাচ
* ৩/৪ টি লবঙ্গ
* ২ টি ১ ইঞ্চি পরিমাণে দারুচিনি
* ২ চা চামচ আদা-রসুন বাটা
* লবণ স্বাদমতো
* তেল ৪ টেবিল চামচ
* আধা চা চামচ হলুদগুঁড়ো
* আধা চা চামচ জিরা
* ১ চা চামচ ঘি
* ২/৩ টি শুকনো মরিচ
পদ্ধতি:
* চাল ডাল একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
* এবারে একটি প্যানে ৩ টেবিল চামচ তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিন। এরপর এতে দিন আদা-রসুন বাটা।
* এরপর একে একে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, হলুদগুঁড়ো, মরিচ ফালি ও লবণ দিয়ে ভালো করে মসলা কষে নিন।
* মসলা কষা হয়ে এলে এতে চাল-ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবং ২-৩ মিনিট নেড়ে ভাজতে থাকুন। এরপর এতে সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
* এরপর পরিমাণমতো পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে রান্না করতে থাকুন।
* খিচুড়ি একটু নরম হবে। এবং সেদ্ধ হয়ে এলে চুলার আঁচ একেবারে কমিয়ে দিন।
* একটি কড়াইয়ে ১ টেবিল চামচ তেল ও ১ টেবিল চামচ ঘি দিয়ে গরম করে এতে জিরা দিয়ে দিন। খানিকক্ষণ ভেজে এতে দিন শুকনো মরিচ।
* এই মিশ্রণটুকু খিচুড়ির ওপর ঢেলে দিন। ও ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট।
* এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম মজা নিন এই সুস্বাদু খিচুড়ির।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়