ঢাকা: ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির জন্য সাজাপ্রাপ্ত অপরাধীদের বাঁচাতে এক সেকেন্ডও হরতাল না দেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান।
সোমবার দুপুরে রাজধানীর মহাখালি ডিওএইচএসে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
আখতারুজ্জামান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ শত শত নেতাকর্মীদের রাজনৈতিক কারণে হয়রানিমূলক গ্রেপ্তারের কারণে আমি হাজারো বার হরতাল দিব। কিন্তু কোন সাজাপ্রাপ্ত অপরাধীদের জন্য এক সেকেন্ডও হরতাল নয়। আর কেউ হরতাল দিলে আমি তা মানবো না।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, সফল হরতালের মাধ্যমে যেমন জনমত প্রতিফলিত হয়, তেমনি ব্যর্থ হরতালে জনমত বিগড়েও যায়। তাই হরতালের মত চূড়ান্ত কর্মসূচি দিতে গেলে বিষয়টি বিবেচনায় রাজনৈতিক প্রজ্ঞায় প্রয়োজন হয়।
বিএনপিরকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, সরকার বিরোধী আন্দোলনের কৌশল নিয়ে আমার তীব্র মতবিরোধ আছে। আমি আন্দোলন হিসাবে সভা, সমাবেশ ও মিছিল অব্যাহত করার পক্ষে। বিএনপির দাবির পক্ষে জোড়ালো জনমত সৃষ্টি করতে হবে। আন্দোলনে সমর্থন ও সহযোগিতার জন্য জনগণকে প্রস্তুত করতে হবে। কিন্তু সমাবেশ করতে না পারা বিএনপির ব্যর্থতা। আর এর জন্য সরকারকে দোষ দিলে চলবে না।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবস্থান হলো বর্তমান সরকার একটি অবৈধ নির্বাচনের ফসল। আর সরকারকে বৈধতা পেতে হলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। অন্যথায় ২০ দলীয় জোট অব্যাহতভাবে তাদের আন্দোলন চালিয়ে যাবে। এই বিষয়ে আমার কোন দ্বিমত নেই।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়