নিজস্ব প্রতিবেদক:
সোমবারের ২০দলীয় জোটের সকাল সন্ধ্যা হরতাল এবং ৫ জানুয়ারীকে সামনে রেখে কানাইঘাটে বিএনপি ও জামায়াত জোটের নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে কানাইঘাট থানা পুলিশ পৌর শহর থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ব্যবসায়ী বশির আহমদ (৩০), পৌরসভার ৪নং ওয়ার্ডের বিএনপির সভাপতি তাজ উদ্দিন (৩৫) ও যুবদল নেতা মোহাম্মদ কিবরিয়া (২৫)কে গ্রেফতার করে। তাদেরকে নাশকতা মূলক কর্মকান্ডের অভিযোগ এনে পুলিশ আজ মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করেছে। এছাড়া পুলিশ বিরোধী জোটের নেতাকর্মীদের গ্রেফতার করতে অনেকের বাসা ও বাড়িতে তল্লাসি চালিয়েছে। এদিকে গ্রেফতার আতংকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ জানিয়েছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি কানাইঘাট নিউজকে বলেন হরতালকে সামনে রেখে নাশকতা মূলক পরিকল্পনা করার দায়ে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। হরতালে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পৌর শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়