Monday, December 29

কক্সবাজারে পাচারকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান


কক্সবাজার: কক্সবাজার জেলায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, মাদক ও মানব পাচারকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। গত এক বছরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২০টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় ২৩ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৩৫০ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্যও। এছাড়া অবৈধপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৫২৭ জনকে আটক করা হয়। বিভিন্ন মামলার আসামি আটক করা হয়েছে ১১ হাজার ৭৭৯ জন। গত রবিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। সাংবাদিকদের তিনি বলেন- জনবল ও যানবাহনসহ নানা সমস্যার মাঝেও পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে জানানো হয়, গত এক বছরে জেলার বিভিন্ন স্থান থেকে ২৭টি বন্দুক, ৯১টি এলজি, একটি রাইফেল, একটি রিভলবার, ছয়টি ককটেল ও ৩০টি অন্যান্য অস্ত্র, ১২টি গুলি, ১৭৩টি কার্তুজ ও সাতটি খোসা উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ৮৮টি মামলায় আটক করা হয়েছে ১২৬ সন্ত্রাসীকে। জেলার বিভিন্ন উপকূলীয় পয়েন্ট দিয়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে আটক করা হয়েছে ৫২৭ যাত্রীকে। মামলা করা হয়েছে ৮০টি। এসব মামলার ৪১০ জন আসামির মধ্যে আটক করা হয়েছে ৮৭ জনকে। উদ্ধার করা হয় ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, বিদেশি মদ, দেশিয় তৈরি মদ, ক্যান বিয়ার, হেরোইন, ক্যালসিয়াম, মাশরুমের পাউডার ও ইউরিয়া সার। মাদক উদ্ধারের ঘটনায় করা ৮৯৫টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১২৫০ জনকে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয় ৪৩২ জনকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়