Wednesday, December 17

পাকিস্তানে স্কুলে জঙ্গি হামলায় আফগান তালেবানের নিন্দা


কানাইঘাট নিউজ ডেস্ক: নিষ্পাপ শিশুদের হত্যা ইসলাম পরিপন্থি কাজ মন্তব্য করে পাকিস্তানের পেশোয়ারে স্কুলে জঙ্গি হামলার নিন্দা জানিয়েছে আফগান তালেবান। মঙ্গলবার পাকিস্তান তালেবানের চালানো ওই হামলায় ১৩২ জন শিশুসহ ১৪১ জন নিহত হন, পাকিস্তানের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে বুধবার জানিয়েছে দ্য ডন। তেহরিক-ই-তালেবান পাকিস্তান’র (টিটিপি) জঙ্গিদের চালানো আট ঘন্টার ওই হামলা থেকে ১২ বছর বয়সী শিশুরাও রেহাই পায়নি। টিটিপি’র বিরুদ্ধে উত্তর ওয়াজিরিস্তানে চালানো সেনা অভিযানের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে জঙ্গিগোষ্ঠিটি। মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে আফগান তালেবান বলেছে, ‘আফগানিস্তানের ইসলামিক আমিরাত (তালেবানের প্রাতিষ্ঠানিক নাম) সব সময় শিশু ও নিরাপরাধ মানুষ হত্যার নিন্দা জানিয়ে আসছে।’ ‘সচেতনভাবে নিরাপরাধ পুরুষ, নারী ও শিশুদের হত্যা ইসলামি নৈতিকতা বিরোধী। প্রত্যেক ইসলামি সরকার ও আন্দোলনকে মৌলিক এ নীতিটি মেনে চলতে হবে।’ ‘আফগানিস্তানের ইসলামিক আমিরাত এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’ বিবৃতিতে এসব কথা বললেও আফগান তালেবানের চালানো বিভিন্ন হামলায়ও নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক মানুষ নিহত হন। তবে অনেক বেসামরিক মানুষের মৃত্যু হয় এমন ধরনের হামলা সাধারণত এড়িয়ে চলে গোষ্ঠিটি। পাকিস্তান তালেবানের (টিটিপি) সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত না হলেও আফগান ও পাকিস্তান, উভয় তালেবানই মোল্লা ওমরকে তাদের নেতা মানে। জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানে নিহত বেশিরভাগ বেসামরিক মানুষের মৃত্যুর জন্য তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠিগুলো দায়ী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়