Tuesday, December 9

কানাইঘাটে দূর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক: আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০১৪ উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভা মঙ্গলবার বিকেল ৩টায় ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মাষ্টার মহি উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কানাইঘাট ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক এবাদুর রহমান, উপজেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসেইন, চরিপাড়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মুজম্মিল আলী, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদির, খম্পুর বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, প্রতিরোধ কমিটির সদস্য মাষ্টার শাহাব উদ্দিন, সাংবাদিক মাহবুবুর রশিদ, যুবনেতা শাহেদ আহমদ, শিক্ষার্থী আব্দুস সাত্তার,জাহিদ হাসান,জাবেদ আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, দূর্নীতি মুক্ত একটি সমৃদ্ধ দেশ গঠনে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে পরিবার পর্যন্ত দূর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। একমাত্র সমাজ থেকে দূর্নীতি প্রতিরোধ করতে পারলেই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়