Wednesday, December 24

বাংলাদেশিদের হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, না হলে ভারত ছাড়তে হবে


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরাং দলের মীরাটের আহবায়ক বলরাজ দুঙ্গার বলেছেন, ভারতে বসবাসরত বাংলাদেশীদের হয় দেশে ফিরে যেতে হবে না হয় হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে। মঙ্গলবার ভারত ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, আমাদের প্রথম দাবি হচ্ছে, বাংলাদেশীরা ভারত ছাড়বে। কারণ তারা আমাদের সম্পদের অপব্যবহার করছে। তবে যদি তারা আমাদের দেশে বসবাস করতে চায় তাহলে তাদের হিন্দু ধর্ম ও আমাদের জীবনযাপন পদ্ধতি গ্রহণ করতে হবে। সম্প্রতি উত্তরপ্রদেশের ‘ঘরওয়াপসি’র উপর মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আমরা ইউপিএ সরকারের শাসনামলেও ‘ঘরওয়াপসির’ প্রচারণার সাথে জড়িত ছিলাম। এটি একটি চলমান প্রক্রিয়া। দুঙ্গার বলেন, বাংলাদেশিরা ভারতে অভিগমন করেছে এবং মুক্তিযুদ্ধের ৪৩ বছর পরও ভারতে বসবাস করছে। তিনি বলেন, তাদের এখন ফিরে যাওয়া প্রয়োজন। তাদের ভারতে অবৈধভাবে অবস্থান করার রীতিতে আলোচনার মাধ্যমে পরিবর্তন আনা যাবে না। কমপক্ষে তারা আমাদের সংখ্যার দিক থেকে শক্তিশালী করুক। বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সাংগঠনিক সম্পাদক সুদর্শন চক্র বলেছেন, তিনি বজরাং দলের নেতার সাথে একমত নন। তিনি বলেন, “সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রায় তিন কোটি বাংলাদেশি লোক বাস করে। তাদের সবাইকে ভারত ছাড়তে হবে। তাদের হিন্দু ধর্ম গ্রহণের কোনও প্রশ্নই আসে না। কারণ, তাদের মধ্যে বেকারত্ব ও অপরাধ কার্যক্রমের প্রবণতা বাড়ছে। তারা দেশবিরোধী কার্যক্রমে জড়িয়ে পড়ছে। তাদের ভোটার আইডি ও রেশন কার্ড আছে। কিছুই তাদের ভারতে অবস্থানকে বৈধতা দিতে পারবে না। তাদেরকে যেতেই হবে।”

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়