Sunday, December 14

সোনালি ব্যাংকের তিন কর্মকর্তাকে দুদকে তলব


ঢাকা: সোনালী ব্যাংকের ছয়টি শাখা থেকে দেড় হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে ব্যাংকের লোকাল অফিসের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয় থেকে রবিবার সংশ্লিষ্টদের কাছে জিজ্ঞাসাবাদের এ নোটিশ পাঠানো হয়েছে। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী এ নোটিশ করেছেন। দুদক একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নোটিশে ২৩ ডিসেম্বর দুদকের জিজ্ঞাসাবাদে তাদের হাজির থাকতে বলা হয়েছে। দুদুকে তলব করা ব্যক্তিরা হলেন- সোনালী ব্যাংকের লোকাল অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা জাহাঙ্গীর হেলাল, কর্মকর্তা (আমদানি শাখা) মো. মোশাররফ হোসেন ও এক্সিকিউটিভ কর্মকর্তা মো. জাকির হোসেন। দুদক সূত্র জানায়, সোনালী ব্যাংকের লোকাল অফিস থেকে ৬০০ কোটি টাকা, বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখা থেকে প্রায় তিন কোটি টাকা, বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা থেকে ২৫০ কোটি টাকা, আগ্রাবাদ কর্পোরেট শাখা থেকে প্রায় ৪০০ কোটি টাকা, চট্টগ্রামের লালদীঘি ও নারায়ণগঞ্জ করপোরেট শাখা থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণের নামে লোপাট করা হয়েছে। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটি টিম এ সব অভিযোগ অনুসন্ধান করছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়