Sunday, December 14

বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে কানাইঘাটে র‌্যালী ও আলোচনাসভা


নিজস্ব প্রতিবেদক: আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৪ উদ্যাপন এবং জয়িতাদের সংবর্ধনা উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিভিন্ন পেশায় কর্মরত বিপুল সংখ্যক মহিলা, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মহিলা সংগঠন ও এনজিওকর্মীদের অংশগ্রহণে উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী পরবর্তী ইউটিডিসি হলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) জেসমিন আক্তারের সভাপতিত্বে ও আছার উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, ঝিংঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মাষ্টার রফিক আহমদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ্য, বিট কর্মকর্তা জহিরুল ইসলাম, কানাইঘাট থানার সাব ইন্সপেক্টর মিন্টু মিয়া। বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, সাংবাদিক আব্দুন নুর, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস, নারী নেত্রী ইউপি সদস্যা রুবি রানী চন্দ, উপজেলা ব্র্যাক ওয়াশের সিনিয়র ম্যানেজার হাবিব আহমদ, মহিলা বিষয়ক সহকারী কবির আহমদ। অনুষ্ঠান শেষে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়িতা অন্বেষণ শীর্ষক বাংলাদেশ কার্যক্রমের আওতায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে অসামান্য অবদান স্বরূপ ইউপি সদস্যা নারী নেত্রী রুবি রানী দাস, ফাতেহা মাছুরুর জেসমিন, মনোয়ারা বেগম, জয়তুন নেছা, রাহেনা বেগমকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া কয়েকটি নারী সংগঠনের বেশ কয়েকজন মহিলা সদস্যদের মাঝে আর্তিক অনুদান তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়