Wednesday, December 24

ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে খালেদার গাড়িবহরে হামলা হয়


ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় হাজিরা দিতে তার বাসভবন থেকে বকশী বাজার অস্থায়ী আদালতে উদ্দেশ্য যাওয়ার সময় ক্ষমতাসীনরা তার গাড়ি বহরের উপর হামলার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ করেন দলটি। বুধবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারবিরোধী আন্দোলন দমন করতেই আজ বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা পরিকল্পনা করেছে সরকার। এই জন্য প্রতিটি সিগন্যালে বেগম জিয়ার গাড়িকে বাঁধা প্রদান ও তার নিরাপত্তা বাহিনী থেকে তাকে বিছিন্ন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণের বিপুল উপস্থিতির কারণে কোনো ষড়যন্ত্রই সফল করতে পারেনি। মির্জা আলমগীর অভিযোগ করেন, বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে বের হওয়ার ৫ মিনিট আগে ছাত্রলীগের সভাপতি বদরুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশ ও র‌্যাবের ছত্রছায়ার ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী এই তান্ডব চালিয়েছে। তিনি অভিযোগ করেন,মঙ্গলবার কাশিমপুর কারাগার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসার পরেই এই ষড়যন্ত্র করা হয়। আর শেখ হাসিনার নির্দেশে আজ বেগম জিয়ার গাড়ি বহরে হামলা ও গাজীপুরে ২০ দলীয় জোটের সমাবেশে বাঁধা দেয় প্রশাসন। বকশীবাজারে হামলায় এক সংসদ সদস্য আহত হয়েছেন এই দায়ভার কে নিবে- এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, অব্যশই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সরকারকে এর দায়ভার নিতে হবে। আর গাড়ি কারা পুড়িয়েছে তার জন্য তদন্ত কমিটি গঠন করতে হবে। ২৭ ডিসেম্বর গাজীপুরের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর জেলার এসপি নিজে প্রেসক্লাবে গিয়ে বলেছেন, ২৭ তারিখের সমাবেশ করতে দেয়া হবে না। এই জন্য ছাত্রলীগ সমাবেশের পোস্টার ও ফেস্টুর আগুন দিয়ে পুড়িয়েছে। এতেই প্রমাণ হয়, সরকার চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে এই সহিংসতার আশ্রয় নিয়েছে। ছাত্রলীগের তান্ডবে বিএনপি ও ছাত্রদলের ৬ শত নেতাকর্মী আহত হয়েছে ও ৫০ নেতাকর্মীকে আইনশৃঙ্খলার বাহিনী গ্রেপ্তার করেছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব-উন-নবী খান সোহেল, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আব্দুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়