Thursday, December 18

গার্দিওলা হতে চান জাভি


ক্রীড়া ডেস্ক,কানাইঘাট নিউজ ডেস্ক: পেপ গার্দিওলার পদাঙ্ক অনুসরণ করে একদিন বার্সেলোনার কোচের দায়িত্বে নিজেকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন মিডফিল্ডার জাভি। নব্বইয়ের দশকের শেষ দিকে বর্তমানের বায়ার্ন মিউনিখের বস গার্দিওলার স্থানেই ক্যাম্প ন্যুতে খেলতে এসেছিলেন ৩৪ বছর বয়সী জাভি। বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরে এখন ক্লাব ফুটবল থেকেও অবসরের অপেক্ষায় রয়েছেন। আর একবার বুট তুলে রাখার পরে দলকে পরিচালনা করার পরিকল্পনা এখন থেকেই করে ফেলেছেন স্প্যানিশ এই তারকা। গার্দিওলার মতই একদিন বার্সেলোনাকে ‘জাভির বার্সা’ হিসেবে বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে কোন রাখঢাক না রেখেই তিনি বলেছেন, ‘আশা করছি। যেভাবেই হোক না কেন আমি এই বাড়িতেই থাকতে চাই। এটা স্পষ্ট যে আমার ক্যারিয়ার আর বেশীদিন বাকি নেই। আমার শরীরও আর অনুমোদন দিচ্ছে না। যেকোন ইনজুরি থেকে সুস্থ হতে সময় লাগছে। প্রতি তিনদিনে আমার জন্য মাঠে নামা এখন কষ্ট হয়ে যাচ্ছে।’ তিনি আরো বলেছেন, ‘বার্সেলোনার দিকে তাকালে দেখা যাবে এখানে বেশীরভাগ খেলোয়াড়ই দশ বছর ধরে নিজেদের ক্যারিয়ার ধরে রেখেছে যাদের মধ্যে সার্জিও বাসকোয়েট, সার্জি সাম্পার, আন্দ্রেস ইনিয়েস্তা, রাফিনহা অন্যতম। একবার ক্লাব ছেড়ে গেলে সেখানে পুনরায় ফিরে আসা কঠিন হয়ে পড়ে। কিন্তু স্প্যানিশ জাতীয় দলের দিকে তাকালে দেখা যাবে সেখানে দারুনভাবে সব প্রতিভার জন্ম হচ্ছে।’ এবারের গ্রীষ্মে কাতালান ছেড়ে এমএলএস ফ্র্যাঞ্চাইজি নিউ ইয়র্ক সিটির সাথে আলোচনা অনেক দুর এগিয়ে গিয়েছিল জাভির। কিন্তু বার্সেলোনার নতুন কোচ লুইস এনরিকে তাকে দলে রেখে দিতে আগ্রহ প্রকাশ করেন। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় জাভি ১৭টি ম্যাচে অংশ নিয়েছেন। ক্যাম্প ন্যুতে পেশাদার ফুটবল লীগে এটি তার ক্যারিয়ারের ১৭তম মৌসুম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়