Tuesday, November 11

সাকিবের বিদেশে লীগ খেলার ওপর নিষেধাজ্ঞা উঠছে শীঘ্রই


ঢাকা: সুখবর পেতে পারেন জিম্বাবুয়ের বিরুদ্ধে দুর্দান্ত খেলা সাকিব আল হাসান। আপিল করা হলে বিদেশের টুর্নামেন্টে খেলতে যাওয়ার বিষয়ে তার ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেক্ষেত্রে আগামী আইপিএলে খেলতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই বিশ্বসেরা অলরাউন্ডারের। আইসিসির সভা থেকে দেশে ফিরে বিসিবি প্রধান নাজমুল হাসান সংবাদিকদের জানান, বোর্ড সাকিবের আচরণে সন্তুষ্ট। সাকিব আবেদন করলে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। গত ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় সাকিবকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। এ সময় আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য সাকিবকে অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ারও ঘোষণা দেয় তারা। পরে বর্তমান সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারের শাস্তির মেয়াদ কমায় বিসিবি। ১৫ সেপ্টেম্বর থেকে দেশের হয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় তারা। তবে দেশের বাইরের টুর্নামেন্টে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা থেকেই যায়। ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে না পারা সাকিব জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন। প্রথম দুই টেস্টে ১৭ উইকেট নেয়ার পাশাপাশি একটি শতকসহ ১৬৩ রান করেন তিনি। খুলনা টেস্টে শতক ও ১০ উইকেট নিয়ে ইয়ান বোথাম ও ইমরানের খানের পাশে বসেন সাকিব। এই তিনজনেরই একই টেস্টে শতক ও ১০ উইকেট নেয়ার কৃতিত্ব রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়